২২শে এপ্রিল, ২০২৫

ঈদের পর গতি বেড়েছে বন্দরের কনটেইনার খালাসে, ৩ দিনে প্রায় ১৬ হাজার

শেয়ার করুন

চট্টগ্রাম বন্দরে ঈদের পর গতি বেড়েছে কনটেইনার খালাসে। এতে গত তিন দিনে (৮, ৯, ১০ এপ্রিল) কনটেইনার ডেলিভারি হয়েছে প্রায় ১৬ হাজার টিইইউ’স। প্রতিদিন গড়ে ৫ হাজার ৩১৩টি।

আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বন্দর থেকে ডেলিভারি হয়েছে ৫ হাজার ৩৯৯টি। এর মধ্যে অনচেসিস ডেলিভারি ১৩৩৫ বক্সে ১ হাজার ৯৫৯ টিইইউস, ইয়ার্ড থেকে ডেলিভারি ১ হাজার ৬৮০ বক্সে ২ হাজার ৫৬৮ টিইইউস।

গত মঙ্গলবার জাহাজ থেকে বন্দরে নেমেছে ৩ হাজার ৮৯০টি এবং জাহাজে তোলা হয়েছে ৩ হাজার ৪৪২টি। মোট হ্যান্ডলিং ৭ হাজার ৩৩২ টিইইউস। বুধবার হ্যান্ডলিং হয়েছে ৬ হাজার ৫৩২ টিইইউস।

এর আগের সোমবার ডেলিভারি হয়েছিল ৪ হাজার ৪৭৪ টিইইউস। ওই দিন ৫৩ হাজার ৫১৮ টিইইউস ধারণক্ষমতার বিপরীতে বন্দরে জমেছিল ৪৩ হাজার ১৯২টি।

ডেলিভারির বৃদ্ধির পাশাপাশি ৯ হাজার ৪৬১টি নিলামযোগ্য কনটেইনারের মধ্যে শতাধিক কনটেইনারে থাকা পণ্য নিলামের প্রক্রিয়া সম্পন্ন করছে।

বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, ঈদের টানা ছুটিতে আমদানিকারকরা বন্দর থেকে ডেলিভারি কিছুটা কম নিলেও প্রচুর কনটেইনার হ্যান্ডলিং হয়েছে। গত তিন চার দিনে প্রচুর কনটেইনার ডেলিভারি হচ্ছে।

শেয়ার করুন

আরও পড়ুন