১৯শে জুন, ২০২৫

আ.লীগের সমর্থকরা ঘোষণা দিয়ে প্রকাশ্যে বিএনপির সদস্য হতে পারবে

শেয়ার করুন

কার্যক্রমে বাধা দেয়নি, জুলুম করেনি এমন আ.লীগ সমর্থিত নেতাকর্মীরা চাইলে বিএনপির সদস্য হতে পারবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ শনিবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে দলীয় কার্যালয় প্রাঙ্গণে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির ‘সদস্য নবায়ন’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘সদস্য করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। সামাজিকভাবে অগ্রহণযোগ্য, চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ ব্যক্তিকে দলে নেওয়া যাবে না। যাদের কারণে আমাদের ভোট কমে যাবে। আর আওয়ামী লীগের সমর্থক ছিল; কিন্তু বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, আমাদের ওপর জুলুম করেনি, উল্টো ভেতরে-ভেতরে আমাদের সহযোগিতা করেছে, তাদের দলে নিতে কোনো সমস্যা নেই।’

গোপনে সদস্য হতে পারবে না জানিয়ে তিনি বলেন, ‘বিএনপিতে যোগ দিতে হলে ঘোষণা দিতে হবে এবং প্রকাশ্যে যোগ দিতে হবে। তাই এ জায়গাতে আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এ দুই শ্রেণি বাদ দিয়ে বাকিরা সহজভাবে আমাদের সদস্য হতে পারবেন।’

‘এছাড়া, যারা আমাদের সাথে হাঁটলে ভোট কমে যাবে, এ লোক-ব্যক্তিদের দূরে রাখবেন। এ মেম্বারশিপ করতে গিয়ে আমরা চেষ্টা করবো বৃহত্তর অংশকে আমাদের মেম্বারশিপের আওতায় নিয়ে আসার জন্য। কারণ এটা দেশের বৃহত্তর দল, তাই দেশের বৃহত্তর অংশ যাতে বিএনপির সদস্য হয়। এটা সবাইকে মাথায় রাখতে হবে— যোগ করেন তিনি।

বর্তমান প্রেক্ষাপট ভিন্ন মন্তব্য করে আমীর খসরু বলেন, ‘আজ আমাদের জন্য অনেক বড় সুযোগ এসেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহত্তম দল; এটাকে সাংগঠনিক-রাজনৈতিকভাবে শক্তিশালীর দিকে নিয়ে যেতে হবে। দল তো শক্তিশালী আছে, শেখ হাসিনাকে বিতাড়িত করেছে; সব ঠিক আছে। কিন্তু আমাদের সাংগঠনিক যে শক্তি-স্পিরিট বা ভিত্তি; সেটা এখন আমাদের করতে হবে। এর জন্যই আজ এ উদ্যোগ। আমরা তো চাইলে মোবাইলেও করতে পারতাম! যারা গতবার মেম্বারশিপের জন্য বই নিয়ে গেছেন; তারা ওই বই নিয়ে বের হতে পারেননি। কারণ, তাদের কাজ করতে দেওয়া হয়নি। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। আজ যে প্রেক্ষাপট; বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় সাংগঠনিক কাজ করতে সক্ষম। এ নতুন মেম্বারশিপের যে কার্যক্রম সেটাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। এখানে কিছু নতুন মেম্বার করাতে পারে। কারা বিএনপিতে নতুন মেম্বার হতে যাচ্ছে। এটার দিকনির্দেশনা দেওয়া আছে; সেসব মাথায় রাখতে হবে।’

শেয়ার করুন

আরও পড়ুন