২২শে এপ্রিল, ২০২৫

এ কেমন নির্মমতা— হাতিকে মেরে নিয়ে গেল মূল্যবান নখ-দাঁত, পড়ে রইল নিথর দেহ!

শেয়ার করুন

চট্টগ্রামের বাঁশখালীর গহীন অরণ্যে ৭ থেকে ৮ বছর বয়সী একটি বন্যহাতিকে হত্যা করে মূল্যবান নখ এবং দাঁত নিয়ে গেছে পাষুণ্ড শিকারিরা। পড়ে আছে নিথর দেহ। এ যেন প্রকৃতির বুকে এক গভীর ক্ষতচিহ্ন এঁকে দিয়েছে এই হত্যাকাণ্ড।

আজ বুধবার (৯ এপ্রিল) উপজেলার চেচুরিয়া মনুমার ঝিরির সংরক্ষিত বনে পুরুষ হাতিটির নিথর দেহ খুঁজে পাওয়া গেছে।

বন বিভাগের জলদী রেঞ্জের কর্মকর্তা শাহ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, হাতিটির শরীরে ছিল একাধিক ছুরিকাঘাতের নির্মম চিহ্ন— পিঠে, বুকে, সর্বত্রই শিকারির পাশবিকতার ছাপ। ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগেই অসহায় এই প্রাণীটিকে যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা ক্ষোভের সাথে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই হাতিটি মৃত পড়ে ছিল, কিন্তু যেন দেখার কেউ ছিল না। এই অভিযোগ অস্বীকার করলেও, বন বিভাগের কর্মকর্তাদের কণ্ঠেও ঝরে পড়ছে অসহায়ত্ব আর ক্ষোভ।

জানা গেছে, এবারই প্রথম নয়। গত এক দশকে এখানে অন্তত ১০২টি হাতি প্রাণ হারিয়েছে! কেউ মরেছে বিদ্যুতের তারে জড়িয়ে, কেউ শিকারির গুলিতে বুক ঝাঁঝরা করে, কেউবা অন্য কোনো দুর্ঘটনায়।

প্রকৃতির এই বিশাল সন্তানেরা যখন নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে দিশেহারা, তখন মানুষ-হাতির সংঘাত কেড়ে নিয়েছে ৪৪টি মানব জীবনও। অথচ, এতগুলো হাতির মৃত্যুর জন্য মামলা হয়েছে মাত্র ১৮টি! এই পরিসংখ্যান যেন বিচারহীনতার এক করুণ উপাখ্যান।

শেয়ার করুন

আরও পড়ুন