১৫ই মার্চ, ২০২৫

খাগড়াছড়ির পরিস্থিতির পুরোপুরি নিয়ন্ত্রণ এখন সেনাবাহিনীর হাতে, ১৪৪ ধারা প্রত্যাহার

আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর

আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে খাগড়াছড়ি সদর

শেয়ার করুন

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সোহেল রানা নামের এক শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় পাহাড়ি-বাঙালি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হওয়া এবং কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটায় ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।

জানা গেছে, আজ সকাল থেকেই খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি সেনাবাহিনী এবং প্রশাসনের নিয়ন্ত্রণে চলে আসায় বিকেল ৩টায় আগের ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে ১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়।

তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগের আদেশ বিকেল ৩টায় প্রত্যাহার করা হয়েছে।

এদিকে ‍বুধবার ১৪৪ ধারা প্রত্যাহার হওয়ায় বর্তমানে জনমনে কিছুটা আতঙ্ক থাকলেও পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে রেখেছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবির সতর্ক টহল চলছে সর্বত্র। বাজারের দোকানপাটও খোলা রয়েছে। চলছে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব যানবাহন।

গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের আবুল হাসনাত মুহাম্মদ সোহেল রানা নামে এক শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়। এর জেরে পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিন বিকেল ৩টা থেকে সদর উপজেলা ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

আরও পড়ুন : খাগড়াছড়ির সেই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের কু-প্রস্তাবের অভিযোগ নতুন নয়!

আরও পড়ুন : এখনই মেয়র নন ডা. শাহাদাত, চেয়ারে বসা নিয়েও আছে শঙ্কা

শেয়ার করুন

আরও পড়ুন