সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান বেলালের স্ত্রী শিউলি আক্তার শিল্পীকে জবাই করে হত্যার চেষ্টা করেছেন দুর্বৃত্তরা। পরে পুলিশের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় প্রথম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চিকিৎসার জন্য চট্টগ্রামে এনে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আজ বুধবার ভোর সাড়ে চারটার দিকে রহমতপুর ইউনিয়নে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ফজরের নামাজের জন্য ওজু করতে ঘর থেকে বের হয়েছিলেন। তার ঘরের কিছু দূরেই কলঘর। সেখান থেকে ওজু করে ফেরার পথে কয়েকজন মিলে তার গলায় চুরি চালিয়ে তাকে সেখানে ফেলে চলে যায়।

‘এ সময় চিৎকার চেচামেচি শুনে তার দেবরের স্ত্রী ও ছেলে বের হয়ে আসে। তিনি তাদের বলছিলেন চার-পাঁচজন মিলে তাকে জবাই করে চলে গেছে। এর পরেই তার কথা বলা বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে গেছি। সাড়ে ৫ টার দিকে তাকে সন্দ্বীপের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম পাঠানো হয়েছে।’-যোগ করেন ওসি।
শিল্পীর স্বামী মশিউর রহমান বেলাল জাতীয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ছিলেন। ৫ আগস্টের পর থেকে সন্দ্বীপের অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মত তিনিও বাড়িছাড়া।
ওসি আরো বলেন, শিল্পীকে চট্টগ্রাম আনা হয়েছে। এখনো তার জ্ঞান আছে। কারা কেন এই হামলা করেছে বুঝতে পারছি না। বাড়ি ঢুকে স্ত্রীর ওপর হামলা করার মত শত্রুতা কারও সঙ্গে ছিল না আমার।