১৪ই মার্চ, ২০২৫

আন্দোলনে যাওয়ায় ছাত্রীদের ‘রেড টিসি’র হুমকি, বিক্ষোভের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিন

বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিন

শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় ছাত্রীদের রেড টিসি দেওয়ার হুমকি দিয়েছিল চট্টগ্রাম নগরীর বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাইনুদ্দিন। এমন অভিযোগে শিক্ষার্থী, অভিভাবক, ছাত্র সমন্বয়কদের বিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি।

আজ মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর তিনটার সময় তিনি লিখিতভাবে পদত্যাগ করেন।

এদিকে, প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিন পদত্যাগ করলেও বিদ্যালয়ের সভাপতিসহ আরও এক শিক্ষিকার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের হাতে প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

এর আগে গতকাল সোমবার (১৯ আগস্ট) কয়েকজন অভিভাবকদের ডেকে ছাত্রীদের রেড টিসি দেওয়ার হুমকি দিচ্ছেন এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। মূলত, এরপর থেকে দাবি উঠে, প্রধান শিক্ষককে পদত্যাগ করতে হবে।

বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা নাসরিন বলেন, ১ আগস্ট প্রধান শিক্ষক আর সভাপতি শিক্ষার্থী ও আমাদের হুমকির দেন এবং নিষেধ করেন যাতে কোন ধরনের আন্দোলনে না যাই। তারপরও আমরা এবং শিক্ষার্থীরা আমাদের সঙ্গে আন্দোলনে যায়। ৫ তারিখে সরকার পতন হওয়ার পর থেকে সভাপতি পলাতক। এখন প্রধান শিক্ষক এসে শিক্ষার্থীদের বলছেন রেড টিসি দিয়ে বের করে দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুদ্দিন বলেন, ‘আমি এখন খুব ঝামেলায় আছি। কথা বলতে পারব না।’

 

শেয়ার করুন

আরও পড়ুন