১৪ই মার্চ, ২০২৫

ছাত্রদের ওপর গুলির নির্দেশ, গ্রেফতারের পর ৩ দিনের রিমান্ডে সাংসদ লতিফ

শেয়ার করুন

গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ যাওয়ার সময় ডবলমুরিং এলাকায় ছাত্রদের ওপর গুলি ও ককটেল বিস্ফোরণ করে স্থানীয় আওয়ামী লীগ এবং অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এরশাদ নামে একজন গুলিবিদ্ধ এবং তার সঙ্গে থাকা লোকজনকে ব্যাপক মারধর করে ককটেল বিস্ফোরণ করা হয়।

এ ঘটনায় গতকাল ১৬ আগস্ট (শুক্রবার) ডবলমুরিং থানায় এম এ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় এম এ লতিফকে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগে করা হয়।

সেই মামলায় আজ শনিবার (১৭ আগস্ট) সকালে নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুপুর পৌনে ১২টার দিকে আদালতে তুললে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দীন বলেন, ডবলমুরিং থানায় গুলি করে জখম ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য এম এ লতিফের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, এম এ লতিফ চট্টগ্রাম ১১ আসনের সাবেক সংসদ সদস্য এবং তিনি চিটাগং চেম্বার অব কমার্সের সভাপতি ছিলেন।

আরও পড়ুন : শেখ হাসিনা-নওফেলের নির্দেশে খুন–আসামি সুমন, রনি, টিনুসহ ৩৪

শেয়ার করুন

আরও পড়ুন