শারজায় রুদ্ধশ্বাস টি-টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। নুরুল হাসান সোহানের ঝড়ো ইনিংসেই জয় পেল টাইগাররা।
শারজাহে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দমবন্ধ করা লড়াইয়ের পর জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মাত্র ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভারে ২ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় টাইগাররা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে জাকের আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ।

শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। আজমতউল্লাহ ওমরজাইয়ের দুর্দান্ত বোলিংয়ে দ্রুত ফেরেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এরপর সাইফ হাসানও আউট হলে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।
মাঝে শামীম পাটোয়ারী ও জাকের আলীর ৫৬ রানের জুটি কিছুটা আশার আলো জাগালেও রশিদ খানের ঘূর্ণিতে ভেঙে যায় সেটিও। শামীম ৩৩ আর জাকের ৩২ রানে বিদায় নেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২৭ রানে ৭ উইকেট পড়ে বাংলাদেশের।
তবে হাল ধরেন নুরুল হাসান সোহান। ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। শেষ মুহূর্তে শরিফুল ইসলামও দুর্দান্ত সহায়তা দেন। তার ব্যাট থেকে আসে ৬ বলে অপরাজিত ১১ রান, যার মধ্যে ছিল ম্যাচ জেতানো বাউন্ডারি।
বল হাতে আলো ছড়ান শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। শরিফুল ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে নেন ১ উইকেট। নাসুম ও রিশাদ শিকার করেন ২টি করে উইকেট। যদিও মোস্তাফিজুর রহমান কিছুটা খরুচে ছিলেন, তবু ডেথ ওভারে দলের বোলাররা আফগানিস্তানকে ১৪৭ রানের বেশি করতে দেননি।
আফগানিস্তানের হয়ে ওমরজাই দুর্দান্ত পারফর্ম করেন, ২৩ রানে শিকার করেন ৪ উইকেট। তবে তা দলের জয় নিশ্চিত করতে যথেষ্ট হয়নি।

এই জয়ের পর বাংলাদেশ সিরিজ জিতলেও সামনে তৃতীয় ম্যাচটি এখন মর্যাদার লড়াই। দলীয় আত্মবিশ্বাস আরও বাড়াতে সেটি জিততে চাইবে টাইগাররা।







