গত ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে ১৬ সদস্যের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এদিন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেয়ার পর থেকে উপদেষ্টারা বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় ছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনীতি নিয়ে কম-বেশি মন্তব্য করছেন। উপদেষ্টাদের মধ্যে কারও কারও মন্তব্য নিয়ে এবার ক্ষেপল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা।
আজ সোমবার (১২ আগস্ট) গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ‘গণ্ডগোল’ না পাকিয়ে দল গোছানোর পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ হাসিনাকে পরামর্শ দিয়ে বলেন, সেই সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশ ফেরার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, ‘আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গণ্ডগোল পাকানোর মানে হয় না, গণ্ডগোল পাকিয়েতো লাভ হবে না। এতে লোকজন আরো ক্ষেপে উঠবে।’

মূলত, এ বক্তব্য দেওয়ার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ক্ষেপে গিয়ে তাৎক্ষণিক একটি সমাবেশ ডেকে এর প্রতিবাদ করেন এবং দ্রুত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করাসহ তিন দাবি দিয়ে আল্টিমেটাম দেন।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, আজকে আমরা দেখেছি, খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে। আমরা সব উপদেষ্টাদের মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন। সুতারাং, যখন তখন বক্তব্য দেয়ার সময় যেন ৫ই আগস্ট আপনার মাথায় থাকে, আপনার সামনে যেন ৫ই আগস্টের গণভবনের চিত্রটা থাকে। যারা স্বৈরশাসনকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্রছাত্রীরা যেমন তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে টেনে নামাতে দ্বিতাবোধ করব না।
এ সময় তিনি তিনটি দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো :
১) আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে পুনর্বাসন করা যাবে না।
২) গণমাধ্যমগুলো যদি স্বৈরাচারকে পুনর্বাসন করে সংবাদ প্রচার করে তাহলে ছাত্রজনতা প্রতিহত করবে।
৩) শেখ হাসিনাকে প্রধান আসামি করে তার সহযোগিদের বরিুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে দ্রুত মামলা দায়ের করতে হবে।
আরও পড়ুন : এবার সপরিবারে সাবেক মন্ত্রী সাইফুজ্জামান জাবেদের ব্যাংক লেনদেন স্থগিত

আরও পড়ুন : আ.লীগের এমপি-মন্ত্রীদের ব্যাংক হিসাব জব্দ, হাছান মাহমুদকে দিয়ে শুরু
মহানগর নিউজ/এআই