১৪ই মার্চ, ২০২৫

শেখ হাসিনা-কাদেরদের বিরুদ্ধে এফআইআর গ্রহণের নির্দেশ আদালতের

শেখ হাসিনা

শেয়ার করুন

মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি। পরে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ওই ৭ জনের বিরুদ্ধে এফআইআর হিসেবে মামলা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

একই দিন সকালে আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন। মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে এই মামলা করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে পরে আদেশের জন্য রাখেন।

মামলায় অন্যান্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।

গত ১৯ জুলাই বিকেল ৪টায় মোহাম্মদপুর থানাধীন বছিলা ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।

আরও পড়ুন : আ.লীগের এমপি-মন্ত্রীদের ব্যাংক হিসাব জব্দ, হাছান মাহমুদকে দিয়ে শুরু

 

শেয়ার করুন

আরও পড়ুন