গত ৭ এপ্রিল প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে ২৬ হাজার ৫৪৫ ফুট উচ্চতার বিশ্বের দশম সর্বোচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা-১ জয় করে গতকাল দেশে ফিরেছেন পর্বতারোহী ডা. বাবর আলী। আজ সকালে সেই জয়ের গল্প শোনালেন বাবর নিজেই। এ সময় তিনি জানিয়েছেন, অন্নপূর্ণা-১ জয় করেই তার খিদে মেটেনি, বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে উঠতে চান আট হাজার উচ্চতার বাকি ১১ পর্বতও।
আজ বুধবার (১৬ এপ্রিল) চট্টগ্রামের আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে তার ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের নানা চ্যালেঞ্জ, অভিজ্ঞতা তুলে ধরার সময় এই ইচ্ছার কথা প্রকাশ করেন বাবর। এ সময় জাতীয় পতাকা প্রত্যাপন হয়।
সংবাদ সম্মেলনে বাবর আলী বলেন, পৃথিবীতে ৮ হাজার মিটার কিংবা তার বেশি উচ্চতার পর্বত আছে ১৪টি। আমি ইতোমধ্যে তিনটি জয় করেছি। কিন্তু, এতেই আমি সন্তুষ্ট না। বাংলাদেশের লাল সবুজের পতাকা হাতে নিয়ে একে একে সবগুলো জয় করতে চাই।

তিনি বলেন, অভিযানের সবচেয়ে কঠিন অংশ ছিল ক্যাম্প-২ থেকে ক্যাম্প-৩ পর্যন্ত পথ। সেখানে প্রায়ই পাথর ও বরফ ধসে পড়ে। সর্বশেষ ক্যাম্প থেকে সামিট পুশের সময় প্রায় সাড়ে ১৭ ঘণ্টা একটানা আরোহণ করে চূড়ায় পৌঁছাতে হয়, আর নামতে সময় লাগে আরও ৯ ঘণ্টা।
বাবর বলেন, সাড়ে ২৬ ঘণ্টার এই অভিযান ছিল শারীরিক ও মানসিকভাবে সবচেয়ে বড় পরীক্ষা। তবে সফলভাবে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকলে বাকি আট হাজারি পর্বতগুলোতেও যেতে পারব।
সংবাদ সম্মেলনে ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান বলেন, বাবর ইতোমধ্যে তিনটি আট হাজার মিটারের শৃঙ্গ জয় করেছে। অন্নপূর্ণার মতো একটি কঠিন শৃঙ্গ জয় করে সে প্রমাণ করেছে, সঠিক সহায়তা পেলে সে দ্রুতই বাকি ১১টিও জয় করতে পারবে।
তিনি আরও জানান, নেপালিদের বাদ দিলে এখন পর্যন্ত দক্ষিণ এশিয়ায় কেবল পাকিস্তানের এক পর্বতারোহীর রয়েছে সবগুলো আট হাজারি শৃঙ্গ জয়ের কৃতিত্ব। সবার সহযোগিতা থাকলে বাবর হবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় পর্বতারোহী।