২২শে এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে চলন্ত ট্রেনে আগুন আতঙ্ক, দম্পতির লাফে ৮ মাসের শিশুর মৃত্যু

শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়ায় চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দেয় এক দম্পতি। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা ৮ মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেসে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কক্সবাজারের পিএম খালী ইউনিয়নের বাসিন্দা আবদুর রাজ্জাক (২৪) ও তার স্ত্রী লিজা আক্তার (১৮)। আবদুর রাজ্জাক বাঁশখালীর গুনাগরীর শ্বশুরবাড়ি থেকে কক্সবাজারে ফিরছিলেন।

লোহাগাড়া রেলওয়ে স্টেশন মাস্টার দিদার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ট্রেনের একটি বগিতে আগুন লাগে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে খুব দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন বলেন, ট্রেন থেকে লাফ দিয়ে আহত ৩ জনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহত দম্পতি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

শেয়ার করুন

আরও পড়ুন