চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে বলা হয় মৃত্যুকূপ। বছরের এমন কোনো দিন নেই এই সড়কের কোনো না কোনো অংশে ছোট বড় সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেনি। সর্বশেষ গত ঈদুল ফিতরের দিন বড় দুর্ঘটনার ঘটনা ঘটেছে এই সড়কে। এরপর থেকেই দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি হয়ে উঠেছে সড়কটিকে অন্তত ৬ লেনে উন্নীত করার। একের পর এক মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বরাবর।
তবে, এবার সড়ক উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে স্মারকলিপি দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রীয় সংগঠক সাদিক কায়েম।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে উপদেষ্টার হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যেই চট্টগ্রাম-কক্সবাজার সড়ক সংস্কার ও ছয় লেনে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দিয়েছেন।

এছাড়াও স্মারকলিপিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বর্তমান সমস্যা ও ছয় লেনে উন্নীত করার যৌক্তিকতা তুলে ধরে নয়টি দাবি তুলে ধরা হয়।
দাবিসমূহ হলো—
১. অগ্রাধিকারের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে অবিলম্বে ৬ লেনে উন্নীত করার ব্যবস্থা গ্রহণ ও দ্রুত বাস্তবায়ন।
২. মহাসড়কের বিপদজ্জনক স্থানগুলোতে বিশেষ করে জাঙ্গালিয়ার মতো দুর্ঘটনাপ্রবণ বাঁকগুলোর নকশাগত পরিবর্তন আনয়ন করে দুর্ঘটনার ঝুঁকি কমানো।

৩. পৃথক এক্সপ্রেস লেন, ধীরগতির যানবাহনের জন্য আলাদা লেন ও ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা।
৪. পর্যাপ্ত ট্র্যাফিক পুলিশ নিয়োগ ও পর্যটন মৌসুমে অতিরিক্ত ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।
৫. স্মার্ট ট্র্যাফিক সিস্টেম চালু ও নিয়মিত তদারকি করা, যাতে বিপজ্জনক বাঁকগুলোতে ডিজিটাল সাইনবোর্ড ও ট্র্যাফিক লাইট স্থাপন করা যায়।
৬. অন্তর্বর্তীকালীনভাবে মহাসড়কের সংস্কার, প্রশস্তকরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।
৭. মহাসড়কে লবণবাহী ট্রাক চলাচলের জন্য আলাদা নীতিমালা প্রণয়ন করে রাস্তা পিচ্ছিল হওয়ার সমস্যা দূর করা।
৮. পর্যটন মৌসুমে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থাপনা ও মোবাইল কোর্ট পরিচালনা জোরদার করা।
৯. হাটবাজার ও জনবসতিপূর্ণ এলাকায় ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ।
স্মারকলিপি প্রদানের সময় নিরাপদ বাংলাদেশ চাই প্ল্যাটফর্মের মুখপাত্র রায়হান উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠক তারেকুজ্জামান, অ্যাক্টিভিস্ট ফরহাদ শাকিব ও হোটেল রয়েল বিচের ম্যানেজিং ডিরেক্টর নুরুল আনোয়ার উপস্থিত ছিলেন।
আজ (বুধবার) সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে একটি সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককের বিষয়ে তাঁকে অবহিত করে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। ত্রুটিপূর্ণ নকশা এবং সরু পথ সংস্কার করে এই সড়ককে ছয় লেনে উন্নীত করতে দাবি জানানো হয়েছে