বিভিন্ন সময় নানা কারণে মিয়ানমারের কারাগারে বন্দি থাকা ২০ বাংলাদেশি নাগরিককে তাদের পরিবারের হাতে হস্তান্তর করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠানের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।
তারা হলেন- জুবায়েদ হোসেন জুয়েল, সরওয়ার কামাল, তারেক মনোওয়ার, নাজিম উদ্দীন, নূর মোহাম্মদ, মো. নজরুল ইসলাম, মো. খোকন, মো. ফাহিম, মো. হাশেম, মো. আব্দুল্লাহ, মনসুর আলম, মো. মোবারক, রফিকুল ইসলাম, আজিজুর রহমান, রবিউল আলম, মোহাম্মদ হেলাল, রফিকুল ইসলাম, মো. ফয়সাল, মো. সাজ্জাদ, মো. আসাদ।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান বলেন, ২০ বাংলাদেশি নাগরিক ফেরত এসেছেন। তাদের প্রত্যেকের অভিভাবক চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে এসেছেন। তাদের আমরা অভিভাবকদের কাছে হস্তান্তর করেছি। যারা ফেরত এসেছেন তাদের জন্য অনেক শুভ কামনা।
এ সময় তিনি আরো বলেন, এ ২০ জন নাগরিক ছাড়াও মিয়ানমারে যারা আটক আছেন তাদেরও ফেরানোর প্রক্রিয়ার কাজ আমরা শুরু করবো। এটি একটি জটিল প্রক্রিয়া। এরপরেও আমরা বাকিদের ফেরানোর চেষ্টা চালিয়ে যাবো।