২৫শে এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে স্বামী-স্ত্রী মিলে মালিকের বাসার লকার থেকে স্বর্ণ গায়েব, গৃহকর্মী ধরা

শেয়ার করুন

সাজেদা বেগম পাঁচলাইশের সুবর্ণা আবাসিক এলাকার শাহানাজ বেগমের বাসার গৃহকর্মী। সাজেদা বেগমের স্বামী নুরুল আলমসহ পরিকল্পনা করে ১৫ লাখ টাকা মূল্যের ১০ ভরি স্বর্ণালঙ্কার লকার থেকে চুরি করে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি; স্বামীসহ ওই গৃহকর্মী ধরা পড়েছেন পুলিশের হাতে।

এদিকে, তাদের গ্রেপ্তারের পর চুরি যাওয়া দশ ভরির মধ্যে উদ্ধার করা হয়েছে সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার। এছাড়া, স্বর্ণ বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে নগরের কদমতলী রওশন মসজিদ গলি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শাহানাজ বেগমের বাসা থেকে লকারের হারিয়ে যাওয়া একটি পুরোনো চাবি দিয়ে ১৫ লাখ টাকার ১২৩ গ্রাম স্বর্ণ চুরি করে গৃহকর্মী জাহেদা বেগম। চুরির কাজে তার স্বামী নুরুল আলম তাকে সহযোগিতা করে। পরে তথ্য প্রযুক্তির ব্যবহার করে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি স্বর্ণের গলার হারের ভাঙ্গা অংশ, ১ জোড়া স্বর্ণের কানের ঝুমকা, ১টি কালো ও নীল রংয়ের বেঙ্গলের নতুন ৭ ড্রয়ার বিশিষ্ট ওয়ারড্রপ, ১টি গাঢ় আকাশি ও বেগুনি রংয়ের টিনের কিচেন রেক, ১৫টি বিভিন্ন সাইজের এ্যালুমিনিয়ামের নতুন হাড়ি-পাতিল ও ঢাকনা, ৩ সেট নতুন থ্রি-পিস এবং স্বর্ণ বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, বাসার গৃহকর্মী ও তাঁর স্বামী মিলে হারিয়ে যাওয়া পুরোনো চাবি দিয়ে লকার থেকে স্বর্ণালংকার চুরি করে। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন