চট্টগ্রামের বাজারে ইফতারের অন্যতম অনুসঙ্গ লেবুর দামে যেন আগুন ধরেছে। চড়া মূল্য পরিশোধ ছাড়া ছোঁয়াই যাচ্ছে না। রোজার আগে যে লেবুর দাম ছিল ৫ টাকা, এখন তা বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। আর ছোট এবং মাঝারি সাইজের লেবু বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। তবে, বিক্রেতাদের দাবি, চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় লেবুর চড়া দাম।
শনিবার (১৫ মার্চ) চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে মাঝারি আকারের প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা দরে। বড় আকারের লেবুর হালি বিক্রি হচ্ছে ১২০ টাকায়।
এ ছাড়া কিছুটা বেড়েছে শাকসবজির দামও। অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্য, মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
