১৩ই মার্চ, ২০২৫

তসলিমা নাসরিনের বই রাখায় বইমেলায় প্রকাশনা সংস্থার স্টলে হামলা

শেয়ার করুন

অমর একুশে বইমেলায় ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের গল্পের বই ‌‘চুম্বন’ রাখায় বইটির প্রকাশক সব্যসাচীর স্টলে হামলা হয়েছে।।

ফেসবুকে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, প্রায় কয়েকশ যুবক নারায়ে তাকবির আল্লাহ হুয়াকবর স্লোগান দিয়ে প্রকাশনীর স্টলে হামলে পড়ে। পরে বইমেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর আগে, বাংলা একাডেমি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে মেলা থেকে বইটি সরিয়ে নেয় সব্যসাচী প্রকাশন।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার আগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলায় এ ঘটনা ঘটে।

প্রকাশনা প্রতিষ্ঠানটির প্রকাশক সানজানা মেহেরান গণমাধ্যমকে বলেন, তসলিমা নাসরিনের বই রাখায় নানাভাবে তার প্রকাশনা সংস্থাকে পেতে হচ্ছে হুমকি। কিছুদিন ধরে ফেসবুকে মৌলবাদীরা আমাদের স্টল গুঁড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসছে।

তিনি আরো বলেন, প্রতি বছরই তসলিমা নাসরিনের বই প্রকাশ করি আমরা। গত বছরের বইমেলায় আমরা তার বই বিক্রিও করি। সেসময় তসলিমার উপর নিষেধাজ্ঞা থাকায় কিছুটা হুমকিও পেতে হয়েছিল। কিন্তু কোনো মারাত্মক আকার ধারণ করেনি। কিন্তু এ বছর স্টলে হামলা এবং ভাঙচুর করল।

সনজানার অভিযোগ, প্রতি বছর এক মাস ধরে এই মেলা চলে। আমরা সকলে খুব আনন্দ করেই যোগ দিই। কিন্তু এ বছর বেশির ভাগ ক্রেতাই মেলা বয়কট করেছেন। তাঁদের দাবি, এ বারের বইমেলা যেন জঙ্গিদের! আমি মনে করি না, তাঁরা খুব ভুল ভাবছেন।

শেয়ার করুন

আরও পড়ুন