২৮শে মার্চ, ২০২৫

তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বই ঘিরে বইমেলার স্টল বন্ধ, প্রকাশক পুলিশি হেফাজতে

শেয়ার করুন

অমর একুশে বইমেলায় ভারতে বসবাসকারী বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ‘চুম্বন’ নামে একটি গল্পের বইকে কেন্দ্র করে উত্তেজনা তৈরির পর সাময়িকভাবে সব্যসাচী প্রকাশনার স্টল বন্ধ করে দিয়েছে পুলিশ।

এ সময় সেখান থেকে প্রকাশক শতাব্দী ভবকে পুলিশ হেফাজতে নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রমনা জোনের ডিসি মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় আমরা সব্যসাচী প্রকাশনার শতাব্দী ভব নামে একজনকে হেফাজতে নিয়েছি। তবে, আটক করা হয়নি। আপাতত স্টলটি বন্ধ করা হয়েছে। তিনি নিষিদ্ধ বই বিক্রি করছেন এমন অভিযোগ উঠেছে। আমরা তদন্ত করে দেখছি।

তিনি জানিয়েছে, বইমেলায় তসলিমা নাসরিনের ‘চুম্বন’ বইটি ঘিরেই এই উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তারা নানা ধরনের শ্লোগান দেয়া শুরু করলে পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মি. আলম বলেন, প্রাথমিকভাবে স্টলটি বন্ধের পর বর্তমানে বইমেলার পরিস্থিতি স্বাভাবিক আছে।

শেয়ার করুন

আরও পড়ুন