২৮শে মার্চ, ২০২৫

ঢাকায় শিক্ষকদের আন্দোলন থেকে হিজাব পরা পুরুষ আটক

শেয়ার করুন

রাজধানীর শাহাবাগে আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এর আগে তাদের ওপর লাঠিচার্জ করা হয়। পরে জলকামান এবং সাউন্ডগ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ সময় হিজাব পরা এক পুরুষকেও আটক করে পুলিশ।

একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, আন্দোলনকারী দেখলেই পুলিশ লাঠিচার্জ করছে। বিশেষ করে পুরুষ শিক্ষকদের বেশি মারধর করছে। তাই নিজেকে রক্ষা করতে নারী সেজে আন্দোলনে নেমেছেন।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন।

আন্দোলনকারীরা বলছিলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি তিনটি ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন চলছে।

তাদের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত-ভাইভা শেষে ৩১ অক্টোবর ফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন।

নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন।

শেয়ার করুন

আরও পড়ুন