বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার তার গ্রেফতারের খবর সেনাবাহিনীর একটি সূত্র দেশকাল নিউজ ডটকমকে নিশ্চিত করেছে।
সকাল থেকেই এই শীর্ষ সন্ত্রাসীর গ্রেফতারের গুঞ্জন ওঠে। তবে আসলেই গ্রেফতার কি না সে বিষয়ে দায়িত্বশীল কেউ এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর বিকাল পাঁচটায় সুব্রত বাইনের গ্রেফতারের বিষয়ে সংবাদ সম্মেলন করার জানিয়েছে।
কুষ্টিয়া থেকে গ্রেফতারের খবর পাওয়ার পর কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বিষয়টি আমরাও শুনেছি। তবে গ্রেফতারের ব্যাপারে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ বলেন, আমাদের কোনো অভিযান ছিল না। অন্য কোনো বাহিনী করছে কি না জানি না। জানার চেষ্টা করছি।
মঙ্গলবার ভোরের কুষ্টিয়া শহরের কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে সুব্রত ও মাসুদকে সেনাবাহিনী গ্রেফতার করেছে বলে এলাকবাসীরা জানিয়েছে।
কালিশংকরপুর এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দেড় মাস আগে কালিশংকরপুর সোনার বাংলা সড়ক এলাকার মীর মহিউদ্দিনের বাড়ির নিচ তলা ভাড়া নেন দুই যুবক। ওই বাড়িতেই থাকতেন তারা। বাড়ির নিচতলা ভাড়া নেওয়ার পর থেকে বাড়ির দরজা-জানালা খুলতে দেখেননি স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার ভোরে হঠাৎ বাড়িটির তালা ভাঙার শব্দ পেয়ে ছুটে যান তারা। এরপর দেখতে পান সেনাবাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে অভিযান চালাচ্ছে। এর কিছুক্ষণ পর দুজনকে সেনাবাহিনীর গাড়িতে তুলে নিয়ে যেতে দেখে এলাকা মানুষজন।
