রাষ্ট্রদ্রোহীতা মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। ফলে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক সাইফুল ইসলাম আগামী ২ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আজ (মঙ্গলবার) আসামি চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের নাজির নেছার আহমদ বলেন, আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষ জামিন পেছানোর আবেদন করে। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি পিছিয়েছেন। আগামী ২ জানুয়ারি এই মিছকেইস মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

গত ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনে প্রবেশপথের বিপরীতে রঙ্গম সিনেমা হল গলিতে আইনজীবীকে সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। সম্প্রতি, চিন্ময়কাণ্ডে আদালত প্রাঙ্গণের অদূরে আইনজীবী আলিফ খুন এবং পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুরের অভিযোগে পৃথক দুটি মামলা করেন তাঁর বাবা এবং ভাই। বাবার করা হত্যা মামলায় ৩১ জনকে আসামি করা হলেও ভাইয়ের করা মামলায় এজাহারনামীয় আসামি করা হয় ১১৬ জনকে। সেই মামলায় চিন্ময় কৃষ্ণের আইনজীবী শুভাশিস শর্মাও ৩৩ নম্বর আসামি। এছাড়া তার অনুসারী আরও ৫০ জনের অধিক আইনজীবীকেও আসামি করা হয়েছে। মামলায় আসামি হওয়ায় এসব আইনজীবীর অনেকেই এখন গ্রেফতার আতঙ্কে আছেন। অনেকে তাদের ওপর হামলার আশঙ্কাও করছেন।