আগামী ১৬ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। কিন্তু, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় আজ শনিবার ২১টি পদে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীকে বিজয়ী ঘোষণা হয়েছে। ফলে বলাই যায়, অনেকটা খালি মাঠে গোল দিলেন তারা।
গতকাল শুক্রবার (১১ এপ্রিল) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২১টি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
জানা গেছে, ২১টি পদের মধ্যে ১৪টি পদে বিএনপি সমর্থিত প্রার্থীরা হলেন- সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক হাসান আলী চৌধুরী, জ্যেষ্ঠ সহ-সভাপতি কাজী মো. সিরু, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফী বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মঞ্জুর হোসেন এবং সদস্য আহসান উল্লাহ, আসমা খানম, বিবি ফাতেমা, মেজবাহ উল আলম, রায়হানুল ওয়াজেদ চৌধুরী, রাহিলা গুলশান ও সাজ্জাদ কামরুল হোসেন।

৭টি পদে জামায়াত সমর্থিত প্রার্থীরা হলেন- সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুস, সহ-সম্পাদক ফজলুল বারী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার এবং সদস্য শাহেদ হোসেন, হেলাল উদ্দিন, রোবায়তুল করিম ও মোহাম্মদ মোরশেদ।
মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট তারিক আহমদ বলেন, ২১টি পদের জন্য ২১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে সবগুলোই উৎরে গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সবাইকে বিজয়ী ঘোষণা করা হবে।