১৩ই এপ্রিল, ২০২৫

চট্টলার ‘সক্রেটিস’ সিদ্দিক আহমেদকে স্মরণ

শেয়ার করুন

চট্টলার ‘সক্রেটিস’ খ্যাত বিশিষ্ট প্রাবন্ধিক, সাংবাদিক ও অনুবাদক সিদ্দিক আহমেদ মাস্টারের ৮ম মৃত্যুবার্ষিকী আজ ১২ এপ্রিল (শনিবার)। এ উপলক্ষে তারই প্রতিষ্ঠিত রাউজানের ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজে স্মরণানুষ্ঠান করেছে।

এ উপলক্ষে রাউজান গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, কবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

শিশুবাগের প্রধান শিক্ষক মুহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শামীম আল আজাদ। অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আজম, মোহাম্মদ মনিরুল ইসলাম, জিয়াউর রহমান ও জাহাঙ্গীর সিরাজ তালুকদার।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক রতন কান্তি শীল ও সহকারী শিক্ষক মওলানা আলী আজম, জাবেদ হোসেন, বিপ্লব নন্দী, মিঠুন কর, রানা সোহেল, রক্সি মহাজন, কাজী মোহাম্মদ শিহাবুদ্দীন, মোহাম্মদ আব্দুল মান্নান, নারায়ণ দাশ, শাহাদাত হোসেন, সুজয় বড়ুয়া, নাহিদ সুলতানা, নাজমা আকতার, পিয়া বড়ুয়া, তাসনোভা আকতার, আসমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন