চট্টগ্রাম শহরের বন্দর থানার স্টিলমিল বাজারে দুই ডিপার্টমেন্টাল স্টোরকে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।
জানা গেছে, নূর স্টোর নামের একটি দোকান ৩৫০ টাকার ২ লিটার সয়াবিন তেল ৩৬০ টাকা বিক্রি করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই বাজারে মায়ের দোয়া ডিপার্টমেন্টাল স্টোর ২ লিটার সয়াবিন ৩৭০ টাকা বিক্রি করে ৮ হাজার টাকা জরিমানা গুণেছে।
সোমবার (৩ মার্চ) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের সমন্বয়ে নিয়মিত তদারকি কার্যক্রমে এ জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক আনিছুর রহমান, রানা দেবনাথ ও মাহমুদা আক্তার।

একই অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় ইমন স্টোর, কাকন মিয়া, বাবুল সওদাগর ও জাহাঙ্গীর সওদাগরের মাংসের দোকানকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এ ধরনের অপরাধ যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সতর্ক
করা হয়েছে।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ফয়েজ উল্যাহ।