কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের ব্যক্তিগত ইমেইলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম একাধিকবার এসেছে বলে নতুন করে প্রকাশিত কংগ্রেসীয় নথিতে জানা গেছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যদের প্রকাশ করা এসব ইমেইল এপস্টেইনের অতীত যোগাযোগ ও প্রভাবের বিস্তৃতি নতুন করে আলোচনায় এনেছে।
প্রকাশিত নথিতে দেখা গেছে, এপস্টেইনের কাছ থেকে পাঠানো ইমেইল এবং তার কাছে আসা বেশ কয়েকটি ইমেইলে ট্রাম্পকে নিয়ে সরাসরি আলোচনা হয়েছে। এর একটি ইমেইল বিনিময় হয়েছিল এপস্টেইনের ঘনিষ্ঠ সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে ২০১১ সালের এপ্রিলে। সেই ইমেইলে এপস্টেইন লিখেছিলেন, ট্রাম্প তার বাড়িতে এক যৌন পাচারের শিকার তরুণীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছিলেন। ট্রাম্পকে তিনি ‘ঘেউ ঘেউ না করা কুকুর’ বলেও ব্যঙ্গ করেছিলেন।
একইভাবে ট্রাম্পকে নিয়ে বই লেখা সাংবাদিক মাইকেল উলফের সঙ্গেও এপস্টেইনের ইমেইল চালাচালিতে ট্রাম্প প্রসঙ্গ উঠে আসে। তখন তারা ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারাভিযান নিয়ে আলোচনা করেছিলেন।

২০১৯ সালের জানুয়ারিতে উলফকে লেখা আরেক ইমেইলে এপস্টেইন অভিযোগ করেন, “ট্রাম্প কমবয়সী মেয়েদের বিষয়ে জানতেন।” এই মেয়েরাই পরবর্তীতে তার যৌন পাচার চক্রের ভুক্তভোগী হিসেবে পরিচিত হন।
নতুন এসব ইমেইল প্রকাশের পর যুক্তরাষ্ট্রজুড়ে আবারও বিতর্ক শুরু হয়েছে ট্রাম্প ও এপস্টেইনের ঘনিষ্ঠতা নিয়ে। যদিও ট্রাম্প এর আগে সব অভিযোগ অস্বীকার করে বলেছিলেন, বহু বছর আগে এপস্টেইনের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হয়েছিল।







