১৪ই মার্চ, ২০২৫

রোজার শুরুতেই লেবু-শসার দাম বাড়ল দ্বিগুণ, বেড়েছে বেগুনের দামও

শেয়ার করুন

আজ পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এর মধ্যে রোজায় অতিপ্রয়োজনীয় লেবু এবং শসার দাম একলাফে দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি বেগুনের দামও বেড়েছে অনেকটা।

চট্টগ্রামের বহদ্দারহাট, কাজীর দেউড়ি, পাহাড়তলী কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, মাঝারি আকারের লেবু গত সপ্তাহে এক হালি বিক্রি হয়েছে ৪০ টাকা, এখন একই আকারের লেবু বিক্রি হচ্ছে হালি ৮০ থেকে ৯০ টাকায়।

অন্যদিকে, এক সপ্তাহে আগে যেখানে প্রতিকেজি শসা বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকা, এখন বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। আর বেগুন বিক্রি হচ্ছে মানবেধে প্রতিকেজি ৫০ থেকে ৮০ টাকায়।

বহদ্দারহাট কাঁচা বাজারের সবজি বিক্রেতা আবুল হোসেন বলেন, ছোট সাইজের এক হালি লেবুর দাম ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে বাজারে। আর মাঝারি আকারের লেবু হালি বিক্রি হচ্ছে ৮০ টাকা বা তার চেয়ে বেশি। আকারে বড় সাইজের লেবু প্রতি পিসই বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা।

বিক্রেতারা জানান, রমজানে লেবুর চাহিদা বেড়ে গেছে। কিন্তু, সেই সেই পরিমাণ সরবরাহ হচ্ছে না। এর একটি অন্যতম কারণ, এখন লেবুর মৌসুম না।

পাহাড়তলী বাজারে প্রতিকেজি শসা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ কম হচ্ছে। পাইকারি দামও বেড়েছে। তাই আমাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

অন্যদিকে, চট্টগ্রামের খুচরা ব্যবসায়ীরা বোতলজাত ভ্যেজ্য তেল সংকটে ভুগছেন বলে জানিয়েছেন। চাহিদা মতো সয়াবিন তেল দিচ্ছে না সরবরাহকারীরা।

নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা ফাইজা জানান, এখানে লেবু প্রতি পিস ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। আমি এক জোড়া ৫০ টাকায় কিনেছি।

এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যমতে, মানভেদে প্রতি কেজি শসার দাম ৩০-৮০ টাকা, যেটি গত সপ্তাহে ছিল ২০-৬০ টাকা, লম্বা বেগুন ৪০-৮০ টাকা, যেটি গত সপ্তাহে ছিল ২০-৬০ টাকা।

শেয়ার করুন

আরও পড়ুন