১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে তেল নিয়ে তেলবাজী, ‘যৌতুক’ ছাড়া মিলছে না সয়াবিন!

শেয়ার করুন

এবার রমজানে অন্যান্য পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে জানালেও চাহিদা মতো ভ্যেজ্য তেল পাচ্ছে না বলে অভিযোগ করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। শুধু তাই নয়, চাহিদা মতো তেল পেতে হয়রানির শিকার হতে হচ্ছে। তেলের সঙ্গে অন্যান্য পণ্য সামগ্রী কেনার শর্ত জুড়ে দিচ্ছে সরবারহকারীরা।

এমন অভিযোগ বৃহৎ পণ্যের বাজার খাতুগঞ্জসহ চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকার খুচরা ব্যবসায়ীদের।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, তেল নিয়ে আমরা অনেক কষ্টে আছি। কোম্পানিকে ৫ কার্টন বললে ১ কার্টন দেয়। আবার তেলের সাথে যৌতুক দেয়; চিনিগুঁড়া নিতে হবে, সরিষার তেল, নুডুলস কিংবা অন্যান্য পণ্য নিতে হবে।

বহদ্দারহাট এলাকার করিমুল হক নামের আরেক ব্যবসায়ী বলেন, এবার রমজানের শুরু থেকে মোটামুটি প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন- ছোলা, ছিরা, খেজুর, চিনির দাম নিয়ন্ত্রণেই আছে। শুধু তেলটাই নিয়ে তেলবাজি চলছে। চাহিদামতো তেল আমরা খুচরা ব্যবসায়ীরা পাচ্ছি না।

এ সমস্যা সমাধানের জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে খুচরা ব্যবসায়ীরা বলেন, কোম্পানি আমাদের সঙ্গে যা তা করছে। এভাবে চলতে থাকলে তো আমরা ব্যবসা করে দুইবেলা খেতে পারব না। সরকারকে এখানে হস্তক্ষেপ করতে হবে।

তবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বলছে ভিন্ন কথা। সম্প্রতি এক অভিযান শেষে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ফয়েজ উল্লাহ সাংবাদিকদের বলেছেন, বর্তমানে একটি বিষয় শোনা যাচ্ছে যে, বাজারে তেল পাওয়া যাচ্ছে না। আমরা এখানে এসে সব প্রতিষ্ঠানে দেখেছি তেল পর্যাপ্ত আছে।

সরবরাহকারীরা পর্যাপ্ত তেল দিচ্ছে না, খুচরা ব্যবসায়ীদের এমন অভিযোগের কথা প্রসঙ্গে তিনি বলেন, যদি এমন করে থাকে তাহলে আমরা বিক্রেতাদের বলব, আপনারা আমাদের জানান। আমরা আইনগত ব্যবস্থা নেব। একটু আগেও একজন এ অভিযোগ করেছে। আমরা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা চেয়েছি। তারা দিতে পারেনি। এটা তারা কেন দিতে পারেনি বা কেন দেয়নি আমি জানি না।

আরো পড়ুন : বোতলের প্রকৃত মূল্য মুছে দিয়ে সয়াবিন বিক্রি করছে কাজীর দেউড়ির খুচরা ব্যবসায়ীরা

শেয়ার করুন

আরও পড়ুন