সাংবাদিকদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল কক্সবাজারের চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়াকে। কিন্তু, বাস্তবে হয়েছেন বদলি। এমন আদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। স্থানীয়রা বলছেন, এটা কোনো শাস্তি নয়, উল্টাে পুরস্কৃত করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার কক্সবাজার সফরে এসে সাংবাদিককের সঙ্গে ব্রিফিংয়ের সময় অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে ওসি মনজুরুল কাদেরকে ‘তাৎক্ষণিক উইথড্র’ করার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
কিন্তু শনিবার রাতেই সেই ওসিকে একই জেলার আরেক গুরুত্বপূর্ণ থানায় বদলির আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন।

তিনি বলেন, ওনাকে চকরিয়া থেকে উইথড্র করে উখিয়া থানায় দেওয়া হয়েছে।
সাময়িক দায়িত্বে নিয়োজিত (ভারপ্রাপ্ত) পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলী করা হয়। এ সংক্রান্ত আদেশের চিঠিটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে সংরক্ষিত আছে।
এ প্রসঙ্গে উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সরোয়ার আলম শাহীন ফেইসবুকে লিখেছেন, “চকরিয়ার গজব উখিয়ায়, স্বরাষ্ট্র উপদেষ্টা কাজটা কি ভালো করলেন?”
সাংবাদিক আবদুল লতিফ বাচ্চু লিখেছেন, “চকরিয়ার ওসি উখিয়ায়, উখিয়ার ওসি চকরিয়ায়! স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত দোসররা মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিতর্কিত করতে এই হঠকারী সিদ্ধান্ত নিলেন।”