১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ছিনতাইকারী-ডাকাতদলের আস্তানা, ধরতে গিয়ে আহত পুলিশ

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের একটি গুরুত্বপূর্ণ বারিক বিল্ডিং এলাকা। পাশেই চট্টগ্রামের বাণিজ্যিক হাব আগ্রাবাদ এবং চট্টগ্রাম বন্দর। আর এর মাঝেই আস্তানা গেড়ে বসেছে ছিনতাইকারী এবং ডাকাতদল। সেখান থেকেই চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ছুরি-ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা নিয়ন্ত্রণ করা হতো।

খবর পেয়ে পুলিশ আস্তানায় অভিযান চালায়। এ সময় দুই পুলিশ সদস্য ছিনতাইকারী এবং ডাকাতদলের হামলার আঘাতে আহত হন। ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে পুলিশ। এছাড়াও লুটকৃত টাকা, ছিনতাই-ডাকাতির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, ওই জায়গায় ছিনতাইকারীদের আস্তানার কথা ছিল ‘ওপেন সিক্রেট’। সদরঘাট, বন্দর এবং ডবলমুরিং থানা পুলিশেরও জানা ছিল বিষয়টি।

আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বারিকবিল্ডিং মোড়ে ইটের দেওয়াল দিয়ে ঘেরা একটি খালি জায়গায় টিনশেড ঘরে ছিনতাইকারীদের ধরতে অভিযানে যায় পুলিশ। প্রথমে বিষয়টি কেউ বুঝতে না পারলেও পুলিশকে ছুরিকাঘাত করার পরপরই ঘটনাটি জানাজানি হয়।

আহত দুইজন পুলিশ সদস্য হলেন, ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) জামিল এবং নজরুল। আটক দুই ছিনতাই চক্রের সদস্য হলেন, তারেক এবং জুয়েল।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে জানা যায়, সেই জায়গায় পেশাদার ছিনতাইকারীরা আস্তানা গেড়ে বসেছে। সেই খবরে ঘটনাস্থলে যান ডবলমুরিং থানার উপপরিদর্শক জামিল এবং নজরুল। এরপর তারা ওই চক্রের সদস্যদের ধরতে অভিযান চালালেই ওই দুই পুলিশ সদস্যকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। এরপর ঘটনাস্থলে থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ গিয়ে দুইজনকে আটক করে এবং আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ওই জায়গার নিরাপত্তা প্রহরী মো. শাহাবুদ্দিন বলেন, ওনারা (ছিনতাই চক্রের সদস্য) ছুরি, কিরিচ, ধামা নিয়ে আমাদের ভয় দেখিয়ে ঢুকে যেতো। বাধা দিলে খুন করার হুমকি দিতো। আমরা থানাকেও জানিয়েছিলাম।

সিএমপির উপ-কমিশনার (ডিসি) হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া সাংবাদিকদের বলেন, মনির, মেহেদী, তারেক, জুয়েল, রাজু, ভান্ডারি এবং রবি এখানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। তারা মূলত ছিনতাই-চুরিই করে। অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত টাকাগুলো তারা এখানে ভাগ-বাটোয়ারা করে। আমাদের ডবলমুরিং থানার টিম এখানে এসে দুইজনকে আটক করে। বাকি অন্যান্যরা আমাদের দুজন পুলিশ সদস্যকে গুরুতর আহত করে পালিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, আটক তারেক এবং জুয়েলের মধ্যে টাকার ভাগবাটোয়ারা নিয়ে মারামারি হয়েছে। তারা একে অপরকে ছুরি দিয়ে আঘাত করেছ। এর ফলে তারেক মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন