চট্টগ্রামে সাবেক মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের জানাজা আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে।
জানা গেছে, শুক্রবার বাদে জুমা নগরের জমিয়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে রাউজানের গহিরার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন তাকে করা হবে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী।

তাঁর মৃত্যুর সংবাদে রাজনৈতিক অঙ্গন, সারাদেশের বিএনপি ও বীর চট্টলায় শোকের ছায়া বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুহের মাগফেরাত কামনা, শোক প্রকাশ, স্মৃতিচারণ ও শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।
এদিকে, দলের ভাইস চেয়ারম্যানের মৃত্যুতে চট্টগ্রামে সমাবেশ স্থগিত করেছে বিএনপি। পূর্বঘোষণা অনুযায়ী আজ সমাবেশের আয়োজন করেছিল চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি। সেখানে প্রধান বক্তা হিসেবে আব্দুল্লাহ আল নোমানের থাকার কথা ছিল।
বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। তাঁর মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নেতারা।