১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রাম তরুণ লেখক সংসদ’র পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

শেয়ার করুন

চট্টগ্রামের তরুণ লেখক সংসদের পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি শহরের একটি রেস্টুরেন্টে সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দুবারের সভাপতি কথাশিল্পী ও প্রাবন্ধিক ইলিয়াস বাবরের পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় চট্টগ্রাম তরুণ লেখক সংসদের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক ইমরান এমিকে আহ্বায়ক, এডভোকেট কবি নাজমুল হাসানকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। সদস্যরা হলেন- কবি ও প্রাবন্ধিক মিজান মনির, কবি শফিউল শামু, কবি ও সম্পাদক অভিলাষ মাহমুদ।

সভায় অতীতের মতো চট্টগ্রামের তরুণ লেখকদের সংঘঠিত করে নতুন ভাবে তরুণ লেখক সংসদের কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত সাহিত্য আড্ডা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

আরও পড়ুন