১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে ‘দলবল’ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়ার ঘোষণা সমন্বয়ক রাসেলের

শেয়ার করুন

এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্ট্যাটাস দিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় তিনি বলেন, আজ সন্ধ্যার আগে অদ্ভুত পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান না করা হলে আমি এবং সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেয়া সহযোদ্ধারাসহ প্ল্যাটফর্ম থেকে সরে যেতে বাধ্য হবো।

মূলত, চট্টগ্রামের তিন ইউনিটের নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় সমন্বয়ক নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা ক্ষিপ্ত হন। আজ এক সংবাদ সম্মেলেন তারা জানিয়েছেন, আন্দোলনের সম্মুখ সারিরে অংশ নেওয়া, আহত এবং নারীদের অবমূল্যায়ন করা করা হয়েছে। কমিটিতে নারী-ব্যবসায়ীদের হেনস্তা এবং স্থানীয় কিশোর গ্যাং ডট গ্যাংয়ের সদস্যদের স্থান দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তারা।

এরমধ্যে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির দেওয়া ফেসবুক পোস্ট দেখে আরো ক্ষিপ্ত হন চট্টগ্রামের সমন্বয়কদের একাংশ। পরে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে কমিটি গঠনে সমন্বয়ক রাফির ইন্ধন থাকার ইঙ্গিত দেন তারা। এদিকে, সংবাদ সম্মেলনের পরপরই কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের একাংশ। আর তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমন্বয়ক রাসেল আহমেদ।

শেয়ার করুন

আরও পড়ুন