১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে ২ ঋণখেলাপির ৬৯ কোটি টাকার জামিনদার হয়ে নিজের বাড়ি হারাচ্ছে ক্লিফটন গ্রুপের মালিক!

শেয়ার করুন

চট্টগ্রামে দুই ঋণখেলাপি ব্যবসায়ীর ৬৯ কোটি টাকার জামিনদার হয়ে নিজের বাড়ি হারাচ্ছে ক্লিফটন গ্রুপের মালিক এম কামাল উদ্দিন চৌধুরী।

জানা গেছে, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা মুরশেদ মুরাদ ইব্রাহিম এবং তার ভাই রাশেদ মুরাদ ইব্রাহিমের ৬৯ কোটি টাকা ঋণের জামিনদার ছিলেন। তারা এই টাকা পরিশোধ না করায় বাড়িটি ক্রোকের নির্দেশ দেয় আদালত।

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। কামাল উদ্দিনের সার্সন রোডের ওই বাড়ি ও সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে উল্লেখ করা হয় আদালতের রায়ে।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম জানান, বেসিক ব্যাংক তাদের খেলাপি ঋণের অর্থ আদায়ের জন্য ক্লিফটন গ্রুপের মালিকের সম্পদ ক্রোকের আবেদন করেছিল। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন, ফলে বিধি অনুযায়ী এখন এটি ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বেসিক ব্যাংক থেকে নেওয়া ৬৯ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার টাকার ঋণ পরিশোধ না করায় এম আর এফ এসেনশিয়াল ট্রেড লিমিটেডের মালিকসহ ছয়জনের বিরুদ্ধে অর্থ ঋণ মামলা হয়। নগরীর জুবলী রোড শাখা থেকে নেওয়া এই ঋণের প্রধান গ্রহীতা ছিলেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা মুরশেদ মুরাদ ইব্রাহিম এবং তার ভাই রাশেদ মুরাদ ইব্রাহিম। তাদের পক্ষে জামিনদার ছিলেন ক্লিফটন গ্রুপের মালিক মো. এম কামাল উদ্দিন চৌধুরী।

বিদেশ থেকে পণ্য আমদানি করতে এ ঋণ নেওয়া হয় এবং ধাপে ধাপে ৪০ কোটি টাকার এলসি সুবিধাও দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করায় ব্যাংক আদালতে জামিনদারের সম্পদ ক্রোকের আবেদন করে। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন।

শেয়ার করুন

আরও পড়ুন