১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র প্রদর্শনীতে স্থান পায়নি শহীদ ওয়াসিমের ছবি!

শেয়ার করুন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা পরিষদের নতুন ভবন, নতুন শহীদ মিনার উদ্বোধন এবং তারুণ্যের উৎসব মেলা-২৫ উপলক্ষে আয়োজিত তথ্যচিত্র ও দেয়ালিকা প্রদর্শনীর স্ট্রলে আবু সাঈদ, মুগ্ধসহ অন্যান্য শহীদদের ছবি থাকলেও স্থান পায়নি চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরামের ছবি।

অথচ অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানম। তিনিও চিত্র প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন। বিষয়টি পরবর্তীতে নজরে আসায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বুধবার সকালে এ ঘটনা ঘটে।

ছাত্রদের একাংশের অভিযোগ, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র প্রদর্শনী স্ট্রলের দায়িত্ব নিয়েছেন তারা ইচ্ছাকৃতভাবে শহিদ ওয়াসিম আকরামের ছবি প্রদর্শনীতে রাখেনি। আবার অনেকের দাবি, গ্রুপিংয়ের কারণে স্ট্রলে শহিদ ওয়াসিমের ছবি রাখা হয়নি।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিত্র প্রদর্শনী স্টলের দায়িত্বরত হিমেল চৌধুরী জানান, শহীদ ওয়াসিম আকরামের ছবি অনলাইনে খুঁজে পাইনি, তাই চিত্র প্রদর্শনীতে রাখতে পারিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণের দায়িত্বরত সমন্বয়ক জোবাইর আলম মানিক বলেন, চিত্র প্রদর্শনীতে আমি চট্টগ্রামে সকল শহীদদের ছবি রাখার নির্দেশনা দিয়েছিলাম দায়িত্বপ্রাপ্তদের। কিন্তু ভুল করে শহীদ ওয়াসিম আকরামের ছবি না আসায় আমি দুঃখ প্রকাশ করছি। হঠাৎ করে অনুষ্ঠান আয়োজন করায় এই ভুল হতে পারে।

এ প্রসঙ্গে ক্ষোভ এবং প্রতিবাদ জানিয়ে স্থানীয় ছাত্রনেতারা জানান, চট্টগ্রামে প্রথম শহীদ ছিলেন ওয়াসিম আকরাম। তাঁর মৃত্যুই ছিল মূল আন্দোলনের সূচনা। তার মৃত্যুর কথা শুনে আমরা চট্টগ্রামবাসী দলমত নির্বিশেষে আন্দোলনে ঝাপিয়ে পড়ি। অথচ নিজ জেলার একটি চিত্র প্রদর্শনীতে তাঁর ছবি না থাকাটা অত্যন্ত বেদনাদায়ক। আমরা মনে করি এটি প্রতিহিংসার কারণে হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন