২২শে মার্চ, ২০২৫

চট্টগ্রামে অপারেশন ডেভিল হান্টে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৮ আ.লীগ নেতাকর্মী

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের মেট্রোপলিটন এলাকায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- হাবিবুর রহমান (২৯), মো.সোহেল (২৪), সমির উদ্দিন (৩৪), মো.রাকিব (২৪), মো.রাজু (৩৫), মো.জাকির (২৮), মো.শিপন (২৫), মো.নুর হোসেন প্রকাশ নুরু (৪৫), মো.শাখাওয়াত হোসেন, শিউলি ইয়াছমিন (৪৬), মো.আবুল হাসেম (৫৪), মো. সাইফুল ইসলাম (২৬), সাইফুল ইসলাম (২৪), আবদুল আল মামুন (৩২), জাহাঙ্গীর আলম (৩৯), মো. আব্দুল মাসুদ (৪২), আলাউদ্দিন আলো (৩৫), মো.শাওন (২০), পতেঙ্গা মডেল থানার আসামি মো.মঞ্জু আলম (৪০), মো. আজাদ (৪৫), সানজিদুল ইসলাম চৌধুরী প্রকাশ রিজভী (১৯), মো.মাসুদ আলম (৩০), মো.জুবায়ের হোসেন সাগর (২০), মো.সাইফুল (২৮), প্রিয়ান্ত শীল (২০), মোহাম্মদ নুর (৪৫), মো.রমজান আলী (৫৫) ও গোলাম সরোয়ার আলিফ (২১)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসীবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন