১৪ই মার্চ, ২০২৫

আইনজীবী আলিফ হত্যা মামলার ১১ আসামি গ্রেফতার

শেয়ার করুন

ইসকন নেতা কৃষ্ণপ্রভু কাণ্ডে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার ১১ আসামিকে আদালতে হাজি করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাদের আদালতে হাজির করা হয় বলে জানিয়েছেন আলিফ হত্যা মামলার আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

গ্রেফতাররা হলেন, প্রেমনন্দন দাশ বুজা (১৯), রনব দাশ (২৪), বিধান দাশ (২৯), বিকাশ দাশ (২৪), রুমিত দাশ (৩০), রাজ কাপুর (৫৫), সামির দাশ (২৫), শিব কুমার দাশ (২৩), ওম দাশ (২৬), অজয় দাশ (৩০) ও দেবী চরণ (৩৬)।

আইনজীবী ও সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালত কাজী শরীফের আদালতে আসামিদের হাজির করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন