চট্টগ্রাম শহরের পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় ফেরি করে পান সিগারেট বিক্রি করতেন নাসিমা আক্তার। তার আয়ের টাকাইতেই সংসার চলত। ওই এলাকার কবিরের ভাড়া বাসায় স্বামীর সাথে থাকতেন তিনি। গতকাল রাতে ভাড়া বাসা থেকে নাসিমা আক্তারের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এদিকে, ওই নারীর স্বামীরও খোঁজ পায়নি পুলিশ। পুলিশের ধারণা, স্বামীই তাকে খুন করে পালিয়েছেন।
শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে ওই এলাকার কবিরের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নাসিমা একই এলাকার মৃত মো. শরীফের মেয়ে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নাসিমা আক্তার ১৫ নম্বর ঘাট এলাকায় ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন। তার আয়ের টাকাতেই সংসারের খরচের যোগান হতো। গতকাল দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি ওই নারীকে হত্যা করা হয়েছে। মরদেহটিও অনেকদিন আগের, প্রায় গলিত। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ বলা যাবে।