১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে ছাত্রদের ওপর হামলার মামলায় গ্রেফতার মৎস্যজীবী লীগ নেতা

শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার হয়েছেন চান্দগাঁওয়ের মৎস্যজীবী লীগের নেতা হায়দার আলী সাদ্দাম। তিনি চান্দগাঁও থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক।

গতকাল শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পশ্চিম মোহরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দগাঁও থানা পুলিশ।

তাঁর বাড়ি হবিগঞ্জের বাহুবলি থানার জয়পুর এলাকায়। থাকতেন নগরের হাটহাজারী ধুপপুলে।

পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার মামলা রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে ওই মামলায় গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

আরও পড়ুন