চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামের একটি শো-রুম উদ্বোধনের কথা ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। কিন্তু, ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র ব্যানারে একদল লোক মেহজাবিনকে দিয়ে শো-রুম উদ্বোধন করানো হচ্ছে খবরে নিন্দা ও প্রতিবাদ জানায়। ফলে এই নায়িকা চট্টগ্রাম এসেও উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে শো-রুমটিতে যেতে পারেননি। পরবর্তীতে তাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।
সরাসরি ‘রিয়াজউদ্দিন বাজারের সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতা’র কারও সঙ্গে কথা বলা সম্ভব না হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ব্যানারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, ‘কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।’

এর আগে এই নায়িকা ঢাকা থেকে চট্টগ্রামে এসেই ফেসবুকে তার ভেরিফায়েড পেজে পোস্ট করে লেখেন, Only Chittaingaas can relate.
এ বিষয়ে জানতে এই চিত্রনায়িকা সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয় মহানগর নিউজ।
তবে, শো-রুমটি উদ্বোধনে অংশ নেওয়া এক অতিথি জানান, শুনেছি এর পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে। তবে বিস্তারিত জানি না।
রাজনৈতিক কারণ থাকার কথা জানিয়েছেন শো-রুমটির ম্যানেজার ইমদাদ হোসেনও। বিস্তারিত জানেন না জানিয়ে তিনি বলেন, শেষে ওঁনাকে ছাড়াই আমরা উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করেছি।
রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুবও মেহজাবিন উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিলে সমস্যা কোথায় সেটা খুঁজে পেলেন না। তিনি জানান, এখানে কী অসুবিধা! শো-রুম উদ্বোধনে আসছে তো অসুবিধাটা কোথায়?
