১৫ই মার্চ, ২০২৫

জাতীয় পতাকার ওপরে ‘আমি সনাতনী’ লেখা গেরুয়া পতাকা বেঁধে গ্রেফতার দুই যুবক

গ্রেফতার দুই যুবক

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের নিউমার্কেট মোড়ে স্থাপিত স্বাধীনতা স্তম্ভের ওপর ‘আমি সনাতনী’ লেখা গেরুয়া পতাকা বেঁধে গ্রেফতার হয়েছেন দুই যুবক। মূলত, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার দায়ে তাদের অভিযুক্ত করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে নগরীর সদরঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন- রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাশ (২৫)। রাজেশ নগরীর কোতোয়ালি থানাধীন আলকরণ দোভাষ কলোনীর (৪ নম্বর গলি) মৃত শ্যামল চৌধুরী’র ছেলে ও হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।

তিনি বলেন, জাতীয় পতকা অবমাননার অভিযোগে দুই যুবককে সদরঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জানা যায়, গত শুক্রবার (২৫ অক্টোবর) সনাতন সম্প্রদায় তাদের ৮ দফা দাবি আদায়ের জন্য চট্টগ্রামের লালদীঘি ময়দানে বিশাল সমাবেশে করেন। সমাবেশ শেষে লোকজন মিছিল সহকারে চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভ শীর্ষে থাকা জাতীয় পতাকার উপর হিন্দুধর্মের ‘আমি সনাতনী’ লেখা গেরুয়া পতাকা উড়ানো হয়। পরে মিছিলটি সিটি কলেজ হয়ে সড়ক প্রদক্ষিণ করে।

এরপর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে না আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এতে জাতীয় পতাকা আইন ১৯৭২-এর ৩ এবং ২০১০-এর ২০ নং ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগও উঠে।

শেয়ার করুন

আরও পড়ুন