১৪ই মার্চ, ২০২৫

সেই আমেরা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, পুলিশ বন্ধুর সহযোগিতায় খুন করে স্বামী

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

চট্টগ্রামের আনোয়ারার পাহাড়ে আমেনা বেগম (৩৩) হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম জেলা ইউনিট।

জানা গেছে, খুনের সঙ্গে সরাসরি জড়িত ইরফান বাংলাদেশ পুলিশের কনস্টেবল। তিনি রাঙামাটি পার্বত্য জেলার গুলশাখালী পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যে তিনজনকে গ্রেফতার করেছে পিবিআই, ইরফান তাদের মধ্যে একজন।

ইরফানের বাড়ি বৈরাগ এলাকায়। হত্যাকাণ্ডের রাতে তারা প্রথমে ইরফানের বাড়িতেই আশ্রয় নেয় এবং মধ্যরাত পর্যন্ত মাদক সেবন করে।
যদিও এখন পর্যন্ত বিদেশে পালিয়ে যাওয়ায় আমেনার স্বামী ঘাতক ইয়াছিন আরাফাতকে গ্রেফতার করা যায়নি।

গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন, নগরের ডবলমুরিং থানার সুলতান আহমেদের ছেলে জাহেদ নাবিদ (৩০) ও মো. সোহেল (৩৫)। তাদের মধ্যে

শনিবার (২৬ সেপ্টেম্বর) সংস্থাটির কর্মকর্তারা জানান, গত ৩ অক্টোবর আনোয়ারার বৈরাগ এলাকার চায়না ইকোনমিক জোন অফিসের পূর্ব পার্শ্বে একটি পাহাড় ঘেরা পরিত্যক্ত ব্রিকফিল্ড থেকে অজ্ঞাতনামা নারীর ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়।

শেয়ার করুন

আরও পড়ুন