৫ই ডিসেম্বর, ২০২৫

ফাইল ছবি

কাজ শেষে বাড়ি ফেরা হলো না যুবকের, পথেই ট্রেনে কাটা পড়ে মৃত্যু

শেয়ার করুন

চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকার বিএসআরএম ইস্পাত কারখানা থেকে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে রাজিব মোহাম্মদ রনি (২৬) নামের এক যুবকের।

আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় চেয়ারম্যান রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজিব মোহাম্মদ রনি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের খিলমুরারী এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজিব মোহাম্মদ রনি ইস্পাত তৈরির কারখানা বিএসআরএম থেকে উিউটি শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় সোনাপাহাড় চেয়ারম্যান রোড এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরবর্তীতে স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।

এ ব্যাপারে জানতে চিনকি আস্তানা রেল স্টেশন কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি দুইদিন অফিসের কাজে শহরে আছি। এ বিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।

যোগাযোগ করা হলে রেলওয়ে সীতাকুণ্ড পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর বিষয়টি আমার জানা নেই। তারপরও খোঁজ নিয়ে দেখছি।

শেয়ার করুন

আরও পড়ুন