১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রামে বিকট শব্দে সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে অঙ্গার পুরো সিএনজি

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে বিকট শব্দে সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে গাড়িটি পুড়ে অনেকটা অঙ্গার হয়ে যায়, যন্ত্রাংশ উড়ে যায়। তবে, হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার পৌর সদরের বুড়ি পুকুর পাড় রেলক্রসিং গেইটে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের রেল ক্রসিং গেইটের কাছে রাখা একটি সিএনজিচালিত অটোরিকশার সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তেই পুড়ে যায় গাড়িটি। তবে গাড়িতে চালক ও যাত্রী ছিলো না। চালক সম্ভবত গাড়িটি রেখে চা-নাস্তা খেতে দোকানে গিয়েছিলেন।

বোয়ালখালী থানার এএসআই মো. সিরাজ বলেন, বিস্ফোরণের খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে যায়। তারা যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। সকালে ওই এলাকায় তেমন জনসমাগম ছিল না। এছাড়া গাড়ির ভেতরেও কেউ ছিল না। তাই কেউ আহত হয়নি।

শেয়ার করুন

আরও পড়ুন