১৩ই মার্চ, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মুখপাত্র’ উমামা ফাতেমা চট্টগ্রামের ফটিকছড়ির মেয়ে

ফাইল ছবি

শেয়ার করুন

গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গতিমুখ নির্ধারণকারী নারী শিক্ষার্থীদের সমন্বিত করেছেন উমামা ফাতেমা।

জানা গেছে, উমামা ফাতেমার বাড়ি ফটিকছড়ির হারুয়ালছড়ি গ্রামে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেছেন চট্টগ্রামের ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে। তারা দুই ভাই বোন। তার বাবা মার্কেন্টাইল ব্যাংকে চাকরি করেন।

কলেজ জীবন থেকে উমামা ফাতেমা রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। তিনি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সক্রিয় সদস্য ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ছাত্র ফেডারেশনের সদস্য সচিব নির্বাচিত হন। এরই মাঝে কোটা সংস্কার আন্দোলন শুরু হলে নারী শিক্ষার্থীদের সমন্বিতকরণে অগ্রণী ভূমিকা পালন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনে তিনি ভূয়সী প্রশংসা অর্জন করেন।

গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা তার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেন।

গণঅভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা তার রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সব কর্মকাণ্ড থেকে অব্যাহতি নেন। জীবনের প্রথম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে অব্যাহতি নেয়া প্রসঙ্গে ২২ সেপ্টেম্বর উমামা ফাতেমা তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দেন।

প্রসঙ্গত, উমামা ফাতেমা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

শেয়ার করুন

আরও পড়ুন