১৫ই মার্চ, ২০২৫

সচিবালয়ে ঢুকে পড়া ৫৩ এইচএসসি ফেল শিক্ষার্থীকে আটক

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীরা সচিবালয় ঘেরাও করে আন্দোলন করছিল। এর মধ্যে কয়েকশ শিক্ষার্থী সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে। তাদের মধ্যে ৫৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে পুলিশের দুটি প্রিজন ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়।

আজ বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে তাদের আটক করা হয়।

এর আগে দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে ঢুকে পড়ে। পরবর্তীতে ৬ নং ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকে।

সেখানে দায়িত্বপালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রথমে তাদের সরে যাওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা সরে না যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। এ সময় তাদের লাটিপেটা করা হয়।

পুলিশ এবং সেনাবাহিনী সদস্যদের তাড়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। এরমধ্যে সচিবালয়ের ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন শিক্ষার্থী।

শেয়ার করুন

আরও পড়ুন