১৯শে মার্চ, ২০২৫

কমলার প্রচারে ৫ কোটি ডলার সহায়তা দিয়েছেন বিল গেটস

বিল গেটস ও কমলা হ্যারিস

শেয়ার করুন

সম্প্রতি কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারের জন্য ৫ কোটি ডলার সহায়তা করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার বিল গেটস।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন বলা হয়েছে, ফিউচার ফরওয়ার্ড নামের সংস্থাটি কমলা হ্যারিসের পক্ষে তহবিল সংগ্রহকারী প্রধান গ্রুপ। সেই সংস্থাকে গেটস আগেই এই অনুদান দিয়েছিলেন।  তবে বিল গেটস অর্থ সহায়তার এই তথ্য গোপন রাখতে চেয়েছিলেন। কেননা অর্থ সহায়তা দিলেও প্রকাশ্যে ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিসকে সমর্থন করেননি তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, গেটস চলতি বছর বন্ধু ও অন্যদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে ট্রাম্প ফের প্রেসিডেন্ট হলে পরিস্থিতি কেমন হতে পারে তা নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন। বিশেষ করে, তার ফাউন্ডেশন ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ এর পরিবার পরিকল্পনা এবং বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচিতে সম্ভাব্য কাটা-ছাঁটাকে কেন্দ্র করে শঙ্কা রয়েছে।

তবে বিল গেটস জোর দিয়ে বলেছেন, তিনি যেকোনো প্রার্থীর সঙ্গে কাজ করতে রাজি আছেন।  তবে তিনি উল্লেখ করেছেন যে, এই নির্বাচন অতীতের থেকে ভিন্ন।

এছাড়াও ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস কমলা হ্যারিসের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছিলেন। বিশেষ করে এআই এবং প্রযুক্তি বিষয়ে তার অগ্রগতির চিন্তাভাবনাকে। গেটসের মতে, যুব প্রার্থীরা নতুন প্রযুক্তির বিষয়গুলো ভালোভাবে বোঝেন।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৮১ জন বিলিয়নিয়ার কমলা হ্যারিসকে সমর্থন দিয়েছেন। তবে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন, ইলন মাস্ক সমর্থন করছেন ট্রাম্পকে।

শেয়ার করুন

আরও পড়ুন