চট্টগ্রামের রাউজানে আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন-২০২৩’ বিষয়ক কর্মশালা করেছে লিগ্যাল এম্পাওয়ারম্যান্ট বাংলাদেশ (এলইবি)।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার সময় এই সচেতনতামূলক কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালার মূল বিষয়বস্তু ছিল- সরকারি আইনি সহায়তা কার্যক্রমের প্রসার এবং পিতামাতার ভরণপোষণ আইন-২০১৩ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও এর সুষ্ঠু প্রয়োগ।
কর্মশালায় আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের ৪৫ জন বৃদ্ধ পিতা-মাতা অংশগ্রহণ করে। এ সময় আইনটি সম্পর্কে সচেতন হয়ে ১২ জন সংস্থাটির কাছে অভিযোগ দায়ের করেন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সাঈদ হাসান।
সভাপতিত্ব করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী এবং লিগ্যাল এম্পাওয়ারম্যান্ট বাংলাদেশ’র উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন। উদ্বোধনী বক্তা হিসেবে ছিলেন লিগ্যাল এম্পাওয়ারম্যান্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. রাকিবুল হক।
প্রধান অতিথি ইব্রাহিম খলিল বলেন, সরকার বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে কিন্তু এ সম্পর্কে সচেতনতার অভাবে অনেকেই এই সেবা নিতে পারছে না। আপনারা পিতা-মাতার ভরণপোষণ আইনের আওতায় আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন এবং বিনামূল্যে আইনি সেবা পেতে পারেন।
লিগ্যাল এম্পাওয়ারম্যান্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব মো. রাকিবুল হক বলেন, সন্তানেরা তাদের পিতামাতার প্রতি যে দায়িত্ব পালন করে, তা শুধু মানবিক ও নৈতিক নয়, বরং এটি একটি আইনি কর্তব্য।
অন্যান্য বক্তারা বলেন, মা-বাবার ভরণপোষণ শুধু একটি নৈতিক দায়িত্ব নয়, একটি আইনি দায়িত্বও। বাংলাদেশের ‘পিতা-মাতা ভরণ-পোষণ আইন, ২০১৩’ এই দায়িত্বকে আইনগত কাঠামোতে বেঁধে দিয়েছে, যেখানে পিতা-মাতার ভরণপোষণ প্রত্যেক সন্তানের জন্য বাধ্যতামূলক। শুধু তা-ই নয়, পিতা-মাতার অবর্তমানে দাদা-দাদি ও নানা-নানির ভরণপোষণও বাধ্যতামূলক করা হয়েছে। কোনো সন্তান পিতা-মাতার ভরণপোষণ না করলে কিংবা কোনো সন্তানের স্ত্রী বা স্বামী বা কোনো নিকটাত্মীয় ভরণপোষণে বাধা প্রদান করলে এই আইনে শাস্তির বিধান রয়েছে। তবে বাংলাদেশে ২০১৩ সালে ‘পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩’ পাস হলেও এই আইন সম্পর্কে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। যার ফলে দিনদিন বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সংখ্যা বেড়েই চলেছে।

আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের একজন বয়স্ক মা, শাহানুর বেগম (৬২) বলেন, আমরা এতোদিন ভাবতাম সন্তানেরা ভরণপোষণ না দিলে আমাদের কিছু করার নাই। কিন্তু আজকে জানলাম ভরণপোষণ না দিলে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে।
এসময় কর্মশালায় অংশগ্রহণকারী বৃদ্ধাশ্রমের অন্যান্য বয়স্ক পিতা-মাতাগণ তাদের সন্তানের কাছ থেকে ভরণপোষণ না পাওয়ার বিষয়গুলো তুলে ধরেন। অনেকে জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পিতা-মাতার ভরণপোষণ আইন ২০১৩ এর আওতায় অভিযোগ জানাতে চাইলে কর্মশালার স্থলেই ১২টি অভিযোগ গ্রহণ করা হয়।