১৪ই মার্চ, ২০২৫

প্রাণনাশের আশঙ্কা : ব্রাহ্মণবাড়িয়া থেকে হেলিকপ্টারে চট্টগ্রামে আনা হলো ফজলে করিমকে

হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া থেকে দামপাড়া পুলিশ লাইনসে ফজলে করিমকে বহনকারী হেলিকপ্টার

শেয়ার করুন

সড়কপথে প্রাণনাশের আশঙ্কা আছে, এমন শঙ্কায় হেলিকপ্টারে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে আনা হলো চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে তাকে বহনকারী হেলিকপ্টারটি নগরীর দামপাড়া পুলিশ লাইনস মাঠে এসে পৌঁছায়। পরে কড়া র‍্যাব-পুলিশের পাহারায় ফজলে করিমকে সড়কপথে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

ফজলে করিমকে হেলিকপ্টারে চট্টগ্রামে নিয়ে আসার বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আবদুল মান্নান মিয়া।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মুহাম্মদ মঞ্জুর হোসেন গণমাধ্যমকে বলেছেন, ফজলে করিমকে সতর্ক পাহারায় কারাগারে রাখা হয়েছে।

চট্টগ্রাম আদালতের একটি সূত্র জানিয়েছে, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে আগামীকাল (শুক্রবার) বিশেষ ব্যবস্থায় ফজলে করিম চৌধুরীকে আদালতে তোলা হতে পারে৷

পুলিশ ও আদালত সূত্র জানায়, ফজলে করিম গ্রেফতার হওয়ার পর চট্টগ্রামে হওয়া দুটি মামলা তাকে শোন অ্যারেস্টের শুনানির দিন ধার্য ছিল গতকাল বুধবার। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে আনা হয়নি। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে রাউজান থেকে আসা লোকজন অপেক্ষায় ছিল। তাদের অনেকের হাতে ডিম ছিল। আজও আদালতে আনা হবে সেই খবর জড়ো হন কিছু লোকজন। নিরাপত্তাজনিত কারণে শেষ পর্যন্ত ফজলে করিমকে হেলিকপ্টারে করে এনে সরাসরি কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় বিজিবির হাতে আটক হন। এ ঘটনায় তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। এরপর থেকে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ছিলেন।

ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী হত্যা, ছাত্রদল নেতা নুরুল আলম হত্যাসহ ১০টি মামলা রয়েছে। চট্টগ্রামের সংশ্লিষ্ট আদালত থেকে তাকে হাজির করতে ব্রাহ্মণবাড়িয়া জেল সুপারের কাছে চিঠি যায়। সেই অনুযায়ী ফজলে করিম চৌধুরীকে নিরাপত্তার সঙ্গে হেলিকপ্টারে করে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে৷

শেয়ার করুন

আরও পড়ুন