৫ই ডিসেম্বর, ২০২৫

জামায়াত নির্বাচন ২০২৬: ঐক্য হলে ১০০ আসন ছাড়ার ইঙ্গিত, কমপক্ষে ২০০ আসনে লড়াই নিশ্চিত

জামায়াত নির্বাচন ২০২৬

শেয়ার করুন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে দেশের রাজনীতিতে উত্তাপ তুঙ্গে। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় নির্বাচন কমিশন ইতোমধ্যেই রোডম্যাপ প্রকাশ করেছে।

দেশের বড় দুটি দল বিএনপি জামায়াতসহ অন্যান্য দলও নির্বাচনী প্রস্তুতি সাড়ছে। জামায়াতে ইসলামী ইতোমধ্যেই প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জামায়াত ৩০০ আসনে নির্বাচন করার পূর্ণ প্রস্তুতি নিয়েছে। তবে, ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে। ঐক্য প্রতিষ্ঠিত হলে ১০০ আসন পর্যন্ত ছাড়তে হতে পারে, ফলে কমপক্ষে ২০০ আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার ( অক্টোবর) খুলনায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার বলেন, “দ্বীনকে জাতীয় সংসদে পাঠানোর সময় এখনই সবচেয়ে উপযুক্ত। যারা একসময় ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিলেন, তাদের আবার দেশের জন্য ভূমিকা রাখতে হবে।তিনিসম্প্রীতির টানে শিকড়ের পানেস্লোগান তুলে ধরেন এবং খুলনার নেতাদের ত্যাগ অবদান স্মরণ করেন।

তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতা আল্লাহর দান এবং তা নিয়ে দম্ভ দেখানো উচিত নয়। বিশ্বব্যাপী ৯১টি দেশে প্রার্থী নির্বাচন (PR) পদ্ধতি চালু আছে, তবে বাংলাদেশের জন্য কোন পদ্ধতি কার্যকর হবে বিষয়ে খোলামেলা আলোচনা হতে পারে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, খুলনার ময়দানে ছাত্রশিবিরের রক্ত ঝরার ইতিহাস এখন ইসলামের গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত।

শেয়ার করুন

আরও পড়ুন