১৯শে জুন, ২০২৫

অভিনেত্রী ফারিয়াকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন উপদেষ্টা ফারুকী, কথা বলতে নারাজ

শেয়ার করুন

চট্টগ্রামে সফরে এসেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আজ সোমবার (১৯ মে) দুপুরে সার্কিট হাউজে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য রক্ষার বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় সাংবাদিকরা নানান প্রশ্ন করেন এবং উপদেষ্টা উত্তর দেন। কিন্তু, সম্প্রতি অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতার ইস্যুতে প্রশ্ন করতেই বিষয়টি প্রেস কনফারেন্সের এজেন্ডার অন্তর্ভুক্ত নয় জানিয়ে এড়িয়ে যান।

জানা যায়, প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিক প্রশ্ন করেন, আপনি যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে…

ওই সাংবাদিক তার প্রশ্ন শেষ হওয়ার আগেই উপদেষ্টা থামিয়ে দিয়ে বলেন, আমরা এই সাবজেক্টের মধ্যে থাকি। লেটস কিপ ইট উইথ ইন দ্যা লিমিট অব দ্যা প্রেস বিফ্রিং। প্রেস কনফারেন্সের যে এজেন্ডা আছে তার লিমিটের মধ্যে থাকি।

পরে আরেক সাংবাদিক উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন— এই প্রেস কনফারেন্সে কি গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ নিয়ে প্রশ্ন করা যাবে?

এর জবাবে উপদেষ্টা বলেন, সাবজেক্টের মধ্যে না, আপনি কি জুলাই জাদুঘরের কথা বলছেন? হ্যাঁ সূচক মন্তব্য আসার পর উপদেষ্টা বলেন, ‘এটাও আবার বলছি, এই প্রেস কনফারেন্সের বিষয় না। আপনি নজর রাখেন পত্রিকার দিকে। আমরা একটা সেন্ট্রাল কাজ করছি জুলাই স্মৃতি জাদুঘরের, ওটাতে চট্টগ্রামও রিফলেক্টটেড হবে। আস্তে আস্তে এ কাজগুলো জেলা থেকে বিভাগীয় শহরে যাবে।

শেয়ার করুন

আরও পড়ুন